বান্দরবান প্রতিনিধি;

ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টারের উদ্বোধন করলেন এসিআই মটরস। বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভূগঞ্জের একটি ধান ক্ষেতে এ সি আই গ্রুপের মিনি কম্বাইন হারভেস্টারের উদ্ধোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস প্রফেসর ড.এম এ সাত্তার মন্ডল। এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই যন্ত্রদিয়ে এক একর জমির ধান/গম কাটতে সময় লাগে ৩ ঘন্টা জ্বালানী খরচ হয় প্রায় ৬ লিটার ডিজেল। এটি দিয়ে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করা যাবে।

অর্থনীতিবিদ ড.এম এ সাত্তার মন্ডল বলেন, এটি ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রমিক সমস্যা দূর হবে। এছাড়া, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

ধান কাটার খরচ কমাতে সাধারণ কৃষকের কাছে এই যন্ত্রটি জনপ্রিয় করার জন্য স্বল্পমূল্য ও কিস্তিতে বিতরণ করা হবে বলে জানান এ সি আই মটরস এর চীফ বিজন্যাস অফিসার স্ব্রুত রঞ্জন দাস।