লন্ডন থেকে :

দেশীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে যে কয়টি সংগঠন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজারকে নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে বিলেতের মাটিতে সংগঠিত যুক্তরাজ্যস্হ কক্সবাজার এসোসিয়েশন ইউকে।যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কক্সবাজারবাসীদের প্রিয় সংগঠন কক্সবাজার এসোসিয়েশন ইউকে লন্ডনের LCBMC কলেজ মিলনায়তনে গত মার্চ মাসের ৫ তারিখ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনের পরিচালনায় গত এক বছরের কার্যবিবরণী তুলে ধরা হয় উপস্তিত সকলের কাছে।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফরিদুল আলম।
দ্বিতীয় পর্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের স্টিয়ারিং এবং উপদেস্টা পরিষদের চেয়ারম্যান বিশিস্ট শিক্ষাবিদ ড: শাহেদ চৌধুরীর তত্ত্বাবধানে ও উপদেস্টা পরিষদের ভাইস চেয়ারম্যান ব্যারিষ্ঠার সরওয়ার কামাল,আব্দুল আওয়াল মামুন,ব্যারিষ্ঠার নুরুল গাফ্ফার,নবনিযুক্ত উপদেষ্টা আবু শওকত,দেলোয়ার হোসেন এবং উপদেষ্টা সদস্য সচিব এম সফিউল্লাহর পরিচালনায় উপস্হিত কক্সবাজারবাসীদের স্বতস্ফুর্ত মতামতের ভিত্তিতে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। উক্ত কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মহেশখালীর সন্তান মোহাম্মদ গিয়াস উদ্দিনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় চকরিয়ার তরুণ রাজনীতিবিদ এমডি জামাল উদ্দিন মাহমুদকে। সহ সভাপতি মোহাম্মদ কায়ছার, নাঈম চৌধুরী,সোহেল রানা শামীম,বশির জামান বাবু, সহ সাধারণ সম্পাদক আবু নোমান,আহসান হাবীব মাসুম,আব্দুল হালীম বোখারী,রিয়াদ বিন আযাদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, উচমান গণি মাহমুদ, অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান,সহ অর্থ সম্পাদক সেলিম উল্লাহ,মেম্বারশীপ সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম, মিডিয়া এবং পাবলিকেশন সম্পাদক আসাদ লোটাস, আবুল হাসনাত সাঈদ,মাহবুব মোর্শেদ রাজা, ওয়েলফেয়ার রোকেয়া হোসেন, ইসরাত জাহান বেলী সহ ২১ সদস্য বিশিস্ট পরিষদ গঠন করা হয়।