মোহাম্মদ হোসেন,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীর ইছাপুর বাজারে এক মহিলা ও দুইজন যুবক ঘুরাফেরার সময় লোকজন তাদেরকে সন্দেহ করেন। প্রায় এক ঘন্টা তারা ইছাপুর বাজারে বিভিন্ন স্থানে গিয়ে কথাবার্তা বলেন। স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ চোখে দেখলে এক পর্যায়ে তাদেরকে চার্জ করলে তারা কৌশলে পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্ত লোকজন তাদেরকে পালাতে দেয়নি। তাদের তল্লাসি করে একটি ব্যাগ এর ভিতর থেকে প্রায় এক হাজারের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তারা পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে মহিলাসহ তিনজন ও এক হাজার ইয়াবাসহ তাদেরকে থানা হেফাজতে নিযে আসেন। সোমবার(২৪ এপ্রিল) রাত ৯টার দিকে মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ফটিকছড়ি মোঃ জাহেদ(৩৩), ইউসুফ(৩৪) ও আলো আক্তার(২৩) চট্টগ্রাম শহরে ।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলা ইছাপুর বাজারের দক্ষিণে মুফতি ফয়েজ উল্লাহ সড়ক সংলগ্ন তিন তলা বিশিষ্ট প্রবাসী আবু তাহেরের বাসায় বসবাস করতো আলো ও জাহেদ। স্থানীয় জনতা সন্দেহজনক গতিবিধি লক্ষ করে তাদের বেশ কিছুদিন ধরে চোখে চোখে রাখছিলেন। সোমবার রাত ৯টার দিকে তারা একটি অটোরিক্সা নিয়ে ওই বাসায় আসলে তাদের ধৃত করে। এসময় তাদের হেফাজত থাকা প্রায় ১৫টি প্যাকেট ও ইয়াবা সেবনের প্যাকেট জব্দ করা হয়। ধারনা করা হহচ্ছে তারা দীর্ঘ দিন ধরে এখানে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। পরে তাদেরকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন চৌধুরীর নিকট হস্তাস্তর করেন।পরে উপস্থিত জনগণের সম্মুখেই তাদের থানা পুলিশের এএসআই ইব্রাহীমের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।