সংবাদ বিজ্ঞপ্তি:
রাঙামাটির নান্যারচরা উপজেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) সাধারন সম্পাদক ও এইস এস সি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যার প্রতিবাদে ২৪ এপ্রিল বিকেল ৩ টায় এক মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদ। উক্ত মানববন্ধন রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক বোরহার মাহমুদ, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি- অর্পন বড়–য়া, উদীচী শিল্পীগোষ্ঠী রামু শাখার সহ-সাধারণ সম্পাদক শিপ্ত বড়–য়া, ছাত্র ইউনিয়ন রামু উপজেলার সহ-সভাপতি আরিফুল ইসলাম নয়ন ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সভাপতি জয় বড়–য়া। এতে বক্তরা বলেন রমেল চাকমা হত্যা দায় আমরা কখনো এড়াতে পারিনা। সরকারের প্রয়োজন দ্রুত তদন্ত করে যারা এই হত্য কান্ড ঘঠিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের অর্থ সম্পাদক প্রসিত বড়–য়া জয়, প্রচার ও প্রকাশনা সম্পদক প্রিতম মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ধর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক শাহীন সরওয়ার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, জুয়েল, অন্তর বড়–য়া, মো. জাহেদ, উচ্ছাস বড়–য়া প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।