নুরুল কবির,বান্দরবান ২৪ এপ্রিল ২০১৭  :

বান্দরবানে দেয়াল ধ্বসে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার রাতে শহরের ৯নং ওয়াডের কাশেম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন ইমন (১৫) সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সে মাহেন্দ্র জীপ চালক মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে প্রাইভেট থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে পাহাড়ের মাটি রক্ষায় নির্মিত গাইড ওয়ালটি অতি বৃষ্টির কারণে ধ্বসে পড়লে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চমেক এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় সে মারা যায়। ওয়ার্ড কাউন্সলর আবুল কালাম ও নিহত ইমনের বড় ভাই মো. সোহাগ জানান, রবিবার রাত প্রায় ৮টার দিকে বৃষ্টির সময় শহরের কাশেম পাড়া স্কুলের পাশের একটি দেয়াল ধ্বসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে স্কুল ছাত্র সাকিব হোসেন ইমন গুরুতর আহত হয়। তাকে প্রথমে সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।