সিবিএন:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী বানিয়াখোলা এলাকার একটি বাড়ী থেকে মোহাম্মদ ইকবাল (২৫) ও মিফতাহুল জান্নাত আনিকা (১৬) নামে প্রেমিক যুগল গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বয়েজিদ বোস্তামী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোম্মদ আইয়ুব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হরা হয়। সোমবার দুপুরে রিপোর্ট লিখাকালে গ্রেফতার প্রেমিক যুগল থানা হেফাজতে রয়েছে।
মোহাম্মদ ইকবাল নগরীর অক্সিজেন পাঠানপুর ড্রাইভার বাড়ীর মৃত লেদু মিয়ার ছেলে। মিফতাহুল জান্নাত আনিকা সাতকানিয়া বারদোনা মেহেরবাপের বাড়ীর মো. আবুল হাসেমের মেয়ে।
বয়েজিদ বোস্তামী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোম্মদ আইয়ুব উদ্দিন কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) কে জানান, গত ১৯ এপ্রিল সকালে প্রেমের প্রস্তাবে ফাঁদে ফেলে মিফতাহুল জান্নাত আনিকাকে অপহরণ করে নিয়ে যায় মোহাম্মদ ইকবাল। এ ঘটনায় ২২ এপ্রিল বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন মেয়ের পিতা আবুল হাসেম। মামলা নং-৩২। এই মামলার সুত্র ধরে গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানার ওসি মুহাম্মাদ মহসিন তাদের গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।