সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আবদুল মান্নান ভূঁইয়া অতি সম্প্রতি যুক্তরাজ্যের ক্যারিশমা বিশ্ববিদ্যালয় থেকে কোম্পানী আইনের উপর বিগত ৩ (তিন) বছর সফল গবেষণার পর পিএইচডি (ডক্টরেট) ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল Contemporary trends, applications, challenges of company laws: A comparative study under UK & Bangladesh Perspective তাঁর গবেষণার সুপারভাইজার ছিলেন, যথাক্রমে, ড. পিটারক্রিস ওকপালা এবং ড. হেলাল উদ্দীন। উল্লেখ্য যে, তিনি ইতোমধ্যে গত ২০/১২/২০১৫ইং তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন এবং তিনি বিগত ১৭.০৪.২০০৪ইং তারিখে হাইকোর্টে বিভাগের আইনজীবী হিসেবে অনুমোদনপ্রাপ্ত হন। তাছাড়া, তিনি বিগত ২৯.০১.২০০২ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে এডভোকেট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন এবং আইন পেশার পাশাপাশি তিনি বিগত ১৫ (পনের) বছর যাবত নর্দান বিশ্বাবিদ্যালয় বাংলাদেশ ও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, তিনি বিগত ২০০০ইং এবং ১৯৯৯ইং সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে যথাক্রমে এলএল.এম. ও এলএল,বি. (সম্মান) পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন এবং তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য মহামান্য রাষ্টপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন।
সর্বোপরি, তিনি বিগত ১৯৯৫ইং সনে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচ.এস.সি ও কক্সবাজার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের অবস্থিত কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ১৯৯৩ইং সনে এস,এস,সি. অতীব কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।