প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারস্থ ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজার এর কার্যর্নিবাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। ২১ এপ্রিল (শুক্রবার) রাত ৯ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স এর দ্বিতীয় তলার অস্থায়ী কার্যালয় ০৭ নং চেম্বারে ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজারস্থ আহবায়ক ডা: মনজুর আলম সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নেজামুল হকের সঞ্চলনায় ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন, ডা.মনজুর আলম, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নেজামুল হক, সহ- সম্পাদক মুহাম্মদ ছুরুত আলম, অর্থ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, আপ্যায়ন সম্পাদক মাষ্টার বজলুল করিম, প্রকাশনা সম্পাদক মো. আবছার কামাল, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শওকত ওসমান, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জহিরুল হক, প্রচার, যোগাযোগ ও দপ্তর সম্পাদক এডভোকেট শওকত বেলাল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোস্তাক আহমদ, তথ্য, গবেষণা ও মিডিয়া সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, যুব কল্যাণ সম্পাদক এড. শাহরিয়ার মাহমুদ তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, নির্বাহী সদস্য রমজান আলী, খালেদ মোশারফ, মৌলানা আব্দুর রহিম, এড, এইচ এম শাহজাহান, আমানুল ইসলাম, আমিনুল হক ও ফজলুল হক। উপদেষ্টা কমিটি হলেন, সদর উপজেলার চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, এডভোকেট ছলিম উল্লাহ, মাস্টার গোলাম কাদের, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট সাজ্জাদুল করিম, সরওয়ার কামাল, নুরুল আলম হেলালী, আবুল কালাম চৌধুরী, শফিউল আজম খাঁন ও এডভোকেট নজিবুল আলম।