আবদুল মজিদ, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলাধীন চিরিংগা ইউনিয়ন শাখার বর্ধিত সভা ২১এপ্রিল বিকাল ৪টায় স্থানীয় পালাকাটা কুসুমকলি শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা ও চিরিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি এম ইব্রাহিম খলিল কাঁকনের সভাপতিত্বে ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম নিরবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চিরিংগা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ¦ বজল কবির, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম আরিফুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম জকরিয়া। বক্তব্য রাখেন উপজেলার সহসাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মমতাজ মিয়া, উপজেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন রানা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সরওয়ার আলম, বেলাল উদ্দিন, আব্বাস উদ্দিন, জামাল উদ্দিন বাবুল, জমির উদ্দিন সওদাগর, মো: ইসমাইল, মো: এনামুল হক, রহমত উল্লাহ, মো: এখলাস, আবদুল আজিজ, মনোর আলম, মামুনুর রশিদ, নুরুল আমিন, নুরুল হোছাইন, মো: বাদশা, মো: মামুন সহ ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় উপজেলা যুবদলের সভাপতি সমাপনী বক্তব্যে চিরিংগা ইউনিয়ন যুবদলকে পূর্বের তুলনায় আরো গতিশীল ও সুশৃংখল যুবদল হিসেবে গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান। তিনি উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের আলোকে আগামীতে যুবদলকে পূর্ণগঠন, বর্ধিত করণ কিংবা নতুন কমিটি গঠন বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাথে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।