বার্তা পরিবেশক:
শহরে বাঁচা মিয়ার ঘোনা দাখিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি জুমার নামাজ শেষে বাঁচা মিয়ার ঘোনা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার উপর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, শিক্ষা-দীক্ষায় অনগ্রসর এলাকায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে যিনি অত্র কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন তিনি আজ আমাদের মাঝে নেই। তাই এই মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের উপর অর্পিত হয়েছে। তাই আপনারা মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে একটি প্ল্যান তৈরি করে আমার হাতে দেন, তাহলে আমি সার্বিকভাবে আপনাদের পাশে থেকে যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করে যাবো। তিনি আরো বলেন, এই এলাকার সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, মদ, গাঁজা আপনাদের সহযোগিতায় একেবারে তুলে ফেলব ইনশাল্লাহ। পরে তিনি সকলের প্রতি দোয়া চেয়ে ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা ও মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আলম এবং সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ। এছাড়া মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, প্রতিষ্ঠাতা পরিচালকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।