সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিমকে সংবর্ধিত করেছে জেলা সংবাদপত্র হকার সমিতি। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মোহাম্মদ হাসিমের এন্ডারসন সড়কস্থ নিজস্ব অফিসে সংবর্ধনা দেয়া হয়। মোহাম্মদ হাসিম কক্সবাজারের মতো একটি মফস্বল এলাকা থেকে কেন্দ্রীয় নেতৃত্বে আসীন হওয়ায় সর্বস্তরের হকাররা তাকে সার্বিক সহায়তার আশ্বস্থ করেন। মোহাম্মদ হাসিমও হকারদের কল্যাণ কাজ করে যাবেন বলে জানান।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন হকার দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল মোস্তফা, সহ-সভাপতি জিয়াউর রহমান (জিয়া), সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ক্রিড়া সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম, সদস্য গিয়াস উদ্দিন, রমজান আলী, নুরুল হক, মো. রফিক প্রমুখ। শেষে হকারদের মিষ্টিমুখ করানো হয়।