সিবিএন:
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুরের ফুলছড়ি নতুন অফিস এলাকায় প্রাইভেট নোহার ধাক্কায় আহত দুইজনের মধ্যে মোটর সাইকেল চালক আকিব (২১) মারা গেছে।
শুক্রবার বিকালে ডুলাহাজারা মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে তিনিসহ গুরুতর আহত হন আরোহী মুসা।
আকিব মারা গেলেও এখনো শঙ্কামুক্ত নয় মুসা।
তাদের উভয়ের বাড়ী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি বলে জানা গেছে।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন জানান, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আহতের চিকিৎসা চলছে।
দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও প্রাইভেট নোহা জব্দ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মনসুর আলম জানান, আকিব ও মুসা কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেল (নং ঢাকা মেট্রো ল-২১-০১২৮) যোগে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা প্রাইভেট নোহা গাড়ীটি (নং- ঢাকা মেট্রো ঘ- ৩৭৯১) মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে আকিব মারা যায়।