ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস বাজার এলাকায় প্রাইভেট নোহার ধাক্কায় মোটর সাইকেল চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের একজনের নাম আকিব। আপরজন মুসা। তাদের বাড়ী চট্টগ্রামের চুনতি বলে জানা গেছে।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে মুসা এবারের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী মনসুর আলম জানান, আহত আকিব ও মুসা মোটরসাইকেল (নং ঢাকা মেট্রো ল-২১-০১২৮) এর যাত্রী। তারা কক্সবাজার থেকে ভ্রমণ করে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা প্রাইভেট নোহা গাড়ীটি (নং- ঢাকা মেট্রো ঘ- ৩৭৯১) মোটর সাইকেলকে ধাক্কা দিলে আরোহী দুইজন গুরুতর আহত হয়।
আরেক মোটর সাইকেলে থাকা দুই বন্ধু জানায়, কক্সবাজার থেকে ভ্রমন শেষে তারা বাড়ী ফিরছিল। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুশ শুক্কুর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।