মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার সদর উপজেলা সভাপতি হামিদ হাসানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় এ ঘটনা ঘটে। আহত হামিদ বর্তমানে কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে উক্ত এলাকার জনৈক মুবিন ও মুনিরের নেতৃত্বে তার উপর পৈশাচিক হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। এদিকে তার উপর হামলার খবর পেয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা, শহর ও সদরের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে গিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকী, সদর শাখার এম. সোহাইল, নুরুল আজিম, জাহাঙ্গীর আলম প্রমুখ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আহত হামিদ ঈদগাঁও জাগির পাড়ার বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের পুত্র। তিনি ভোমরিয়াঘোনা কমিউনিটি ক্লিনিকে কর্মরত। সর্বশেষ তার অবস্থা তেমন ভাল নয় বলে জানা গেছে।