মুহাম্মদ ছলাহ উদ্দিন, টেকনাফ:
আন্তর্জজাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্্সীরে কুর’আন, জাতীয় মুফাস্্সীর পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল্লামা আবদুল্লাহ আল-আমীন বলেছেন, ‘কুর’আন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান বাস্তবায়ন করে ইসলাম।’ তিনি বলেন, ‘রাসুল (স:) ও খোলাফায়ে রাশেদীনের যুগে এই পৃথিবী ছিল ইসলামের অধীনে। আর বর্তমান বিশে^ ইসলাম হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের অধীনে। এ কারণে পুরো বিশ^ মানবতা আজ উত্তপ্ত কড়াইয়ে অশান্তির দাবানলের মত জ¦লছে।’ তিনি কুর’আনের উদ্বৃতি দিয়ে আরো বলেন, ‘বিশ^কে শান্তিতে ফিরিয়ে আনতে হলে মানুষকে পরকালীন জবাবদিহীতায় জাগ্রত করতে হবে। একমাত্র পরকালীন ভীতি-ই বর্তমান অত্যচার-অনাচার-নির্যাতিত-নিপিড়ীত মানুষের জন্য শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারে।’
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১০.৫৮টা থেকে ১২.৫৮টা পর্যন্ত সময়ব্যাপী টেকনাফের হ্নীলা ইউনিয়নস্থ লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ৯ম তাফসীর মাহফিলে প্রধান মুফাস্্সীর হিসেবে ‘পরকালীন জীবন’ বিষয়ের উপর ভিত্তি করে সূরা জুমার থেকে আলোচনা পেশ করতে গিয়ে আল্লামা আল-আমীন একথা বলেন।
মাহফিলের প্রধান অতিথি স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদার উপস্থিতিতে ‘মানবতার সমাধানে আল-কুর’আন’ বিষয়ের উপর ভিত্তি করে সূরা আর-রাহমান থেকে আলোচনা পেশকালে বিশেষ মুফাস্্সীর আল্লামা শফিউল হক জিহাদী বলেন, ‘দেড় হাজার বছর ধরে একমাত্র কুর’আন-ই এ পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে।’ রাত ৯.২৫টা থেকে ১০.৫১টা সময়ব্যাপী আলোচনাকালে তিনি আরো বলেন, ‘কুর’আন হচ্ছে বিশ^ মানবতার হেদায়াতের একমাত্র কালাম।’ তিনি বর্তমান প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে আরো বলেন, ‘কুর’আন থেকে যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র মুখ ফিরিয়ে নেবে- তারা গোমরাহিতে পর্যবসিত হবে।’ তাঁর ভাষায়, ‘যাবতীয় অশান্তি-অরাজকতা-হানাহানি থেকে কুর’আন-ই শান্তির ঠিকানা দিতে পারে।’
পরিষদের সদস্য আবদুর রহমান হাশেমীর পরিচালনায় অনুষ্ঠিত ওই তাফসীর মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা রশিদ আহমদ। মহিলা শ্রোতাদের জন্য পর্দাসম্বলিত বিশেষ প্যান্ডেলে সরাসরি ভিডিও সম্প্রচার ব্যবস্থাপনা এবং এলাকাবাসীর বিপুল উৎসাহ-উদ্দীপনাসহকারে সরব উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলে বাদে এশা হেদায়তী বক্তব্য পেশ করেন পরিষদের সভাপতি মাওলানা জামাল হোছাইন। শিল্পী কলিম উল্লাহ আরমানীর নেতৃত্বে ‘বিকল্প শিল্পী গোষ্ঠী, টেকনাফ’র সদস্যবৃন্দের সমবেত কণ্ঠের দু’টি ইসলামী সংগীত ‘কুর’আনের আলোকিত বুঝ দাও/ হাদিসের যথাযথ জ্ঞান দাও’ এবং ‘একদিন চলে যাবো পৃথিবী ছেড়ে বহুদূরে’ পরিবেশনা উপস্থিত শ্রোতা ও সধীবৃন্দের ভূঁয়সী প্রশংসা অর্জন করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।