প্রেস বিজ্ঞপ্তি:
পালিত কন্যা শিশু ধর্ষণকারী আজিজুল ইসলামকে অবিলম্বে আইনের আওতায় গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করে পত্রিকায় প্রেরিত বিবৃতিতে হিউম্যান রাইটস ডিফেণ্ডারস ফোরাম, কক্সবাজার কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুর শুক্কুর, সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর উল্লেখ করেন, ভিকটিম শিশুটির নিরাপত্তা, সুষ্ঠু চিকিৎসা ও ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে অভিযুক্ত আজিজুল ইসলামকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় সোপর্দ করা অন্ত্যন্ত জরুরী।
নেতৃবৃন্দ ধর্ষিতার ন্যায় বিচার প্রাপ্তিতে যে কোন অপকর্ম ও ষড়যন্ত্র বন্ধে কক্সবাজার জেলার সকল সচেতন নাগরিক ও সংগঠনকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান এবং ভিকটিমকে আদালতের নির্দেশে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় রেখে চিকিৎসা ও আইনি সহযোগীতা করার দাবী জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।