প্রেস বিজ্ঞপ্তি
মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা শ্রমিকদল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় মহান মে দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে শহীদ শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিল ও বিকাল ৩ টায় একই স্থানে শ্রমিক সমাবেশ।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী।
এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে রাখবেন। প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন-জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী, শহর সভাপতি এস্তাক আহমদ, রামু উপজেলা সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী, উখিয়া উপজেলা সভাপতি মোঃ শফি, চকরিয়া পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, শহর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চকরিয়া পৌর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোস্তাক, জেলা হোটেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আবাসিক হোটেল শ্রমিকদলের সভাপতি মোঃ আলী, চালক শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজ, আবাসিক হোটেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রামু উপজেলা সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, শহর সহ-সভাপতি আব্দুল শুক্কুর আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কালু প্রমুখ। সভায় জেলা হোটেল শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আলমগীরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির নিন্দা জানানো হয়।
মে দিবস পালনে জেলা শ্রমিকদলের প্রস্তুতি সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে