এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়া উপজেলার বরইতলীতে গাড়ী ক্রয়কে কেন্দ্র করে শ্বাশুর বাড়ির লোকজন ঘর জামাতা কে পিটিয়ে গুরুতর আহত করেছে।স্থানীয়রা উদ্ধার করে  তাকে হাসপাতালে ভর্তি করেছে। আহত লিটন কান্তি দাশ বাদী হয়ে ১৯ এপ্রিল থানায় একটি এজাহার দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টার দিকে ইউনিয়নের পশ্চিম হিন্দু পাড়া,টাইমবাজার এলাকায়।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম হিন্দু পাড়ার ফনিন্দ্র লাল দাশের মেয়ে শামুবালার সাথে ৮-১০ বছর আগে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘোনিয়া হিনন্দু পাড়া এলাকার মৃত ননি গোপালদাশের পুত্র লিটন কান্তি দাশের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর থেকে লিটন ঘর জামাতা হিসেবে শাশুড় বাড়িতে বসবাস করে আসছে।

লিটন জানান, তিনি একজন গাড়ি চালক। নিজে একটি গাড়ী ক্রয়করে নেওয়ার জন্য ৮০ হাজার টাকা সংগ্রহ করে। ওই টাকা মামা শাশুড় সোনা দাশ কৌশলে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে যায়। ওই টাকা ফেরত চাইলে উল্টো শাশুড় বাড়ির লোকজন মিলে পিটিয়ে লিটন কান্তি দাশকে গুরুতর আহত করে। এঘটনায় রুবেল,সুকেল, সোনা দাশ,পাখি রানি দাশসহ ৪জনকে বিবাদী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত লিটন।