সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফে এনেবলিং ফর চাইল্ড রাইটস(ইইসিআর) প্রকল্পের আওতায় শিশু বিবাহ, শিশু শ্রম এবং শিশুর শারীরিক ও মানসিক শাস্তি বিষয়ক সামাজিক রীতিনীতি পরিবর্তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমদ, প্রশিক্ষক ছিলেন কক্সবাজার পালস বাংলাদেশের কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার,সহকারী বন সংরক্ষক মোঃ সরওয়ার আলম,রিসোর্স ইনৃসট্রাক্টর মোহাম্মদ ইলিয়াছ। শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানসিক শাস্তি বিষয়ক সামাজিক রীতিনীতি পরিবর্তনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতে আলোচনা হওয়ার পাশাপাশি সচেতনতামূলক অনেক ভিডিও ভিডিও প্রজেক্টরে দেখানো হয়। সভায় মেম্বারগণ, শিক্ষকগণ,শিশু ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।