সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রামুর তরুণ ব্যবসায়ী সাজ্জাদুল গফুরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রামু সমিতি। গত ১৮ এপ্রিল সাজ্জাদুল গফুরের হাতে ষাট হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন রামু সমিতির প্রতিনিধি দল।
রামু সমিতির উপদেষ্টা সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান ও সভাপতি নুর মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল মোমেন চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ বড়ুয়া, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য আব্দুল হাকিম প্রমুখ।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের বিডি আর ক্যাম্প সংলগ্ন এলাকায় গুরুতর আহত হন সাজ্জাদ। তিনি পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান। তিনি দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সাজ্জাদ কিদমা হাসপাতালে অর্থ্রোপেডিক্স বিশেষজ্ঞ সৈয়দ গোলাম সামদানির তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
রামুর অফিসের চর নিবাসী সাজ্জাদুল গফুর (৩০) কক্সবাজারের ঝিলংঝাস্থ অটোমোটিব ডায়াগনসিস এন্ড সার্ভিসিং সেন্টারের সহ-সত্বাধিকারী। রামু সমিতির প্রতিনিধি দল তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও যথাযথ চিকিৎসা অব্যাহত রাখতে পরামর্শ দেন। সাজ্জাদুল গফুর রামু সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের ছোট ভাই।
রামু সমিতির প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম জানিয়েছেন, রামু সমিতি রামুবাসীদের যে কোন বিপদ-আপদে পাশে থাকে ও জনকল্যাণে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ।
-প্রেস বিজ্ঞপ্তি