শেফাইল উদ্দিন , ঈদগাহ :

ককসবাজার সদর উপজেলার ঈদগাও মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ফ্যান উদ্ধার করেছে এলাকাবাসী।১৭ এপিল সকালে পার্শ¦বতী এলাকার এক বাড়ী থেকে উদ্ধার করা হয়। জানা যায়, মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেল এক সাপ্তাহ ধরে রাতে ভবনের ভেন্টিলেটার ও তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ৫ টি ফ্যান,ফ্ল্যাগ স্ট্যান্ডের লোহার পাইপ, প্রয়োজনীয় আসবাবপত্রসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।এলাকার লোকজন গতকাল পাশ্ববর্তী সিকদার পাড়া এলাকার আলমগীর প্রকাশ গুরা পুতুর বাড়ী থেকে চুরিকৃত ১টি ফ্যান উদ্ধার করা হলে আলমগীরের স্ত্রী এলাকার ছৈয়দ হোসেনের ছেলে জুনাইদ থেকে ক্রয় করেছে বলে জানান। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন ও প্রধান শিক্ষিকা শেকুয়া বেগম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন। ঈদগাও পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে। চিহ্নিত চোরদের আইনের আওতায় আনলে অন্যান্য মালামাল উদ্ধার হবে বলে জানান