শাহেদ মিজান, সিবিএন:
ইয়াবা ব্যবসায়ীরাই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়াউদ্দিন ফয়সালকে খুন করেছে। ইয়াবা বিক্রিতে বাধায় ক্ষিপ্ত হয়ে তাকে খুন করেছে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। এই খুনের সাথে জড়িত ছয় ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। রোববার রাতেই তাদের আটক করা হয়।
আটককৃত হলো,
নিহত ফয়সালের বড় ভাই চবি ছাত্র রিদুয়ানুর রহমান জানান, এলাকার কয়েকজন ব্যক্তি সিন্ডিকেট করে এলাকায় খুচরা ও পাইকারী ভাবে ইয়াবা বিক্রি করে আসছে। এতে এলাকার উঠতি যুবকসহ অনেকে বিপথে ধাবিত হচ্ছে। বিষয়টি নিয়ে ভাবে ফয়সাল। এক পর্যায়ে বিগত তিন মাস আগে থেকেই ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবা বিক্রি করতে নিষেধ করে ফয়সাল। কিন্তু তারপরও তারা ইয়াবা বিক্রি করে আসছিল। ফয়সালও নিষেধ করে যাচ্ছিল। এই নিয়ে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। শেষ পর্যায়ে গত কয়েকদিন ধরে ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবা বিক্রিতে সরাসরি বাধা দেয় ফয়সাল। তাই ক্ষিপ্ত হয়ে রাতে আঁধারে ফয়সালকে কুপিয়ে হত্যা করে ইয়াবা ব্যবসায়ীরা।


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় রোববার রাতেই খুনের সাথে জড়িত ছয় জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সোমবার পিএমখালী নিজ এলাকায় নিহত জিয়া উদ্দীন ফয়সালের জানাযা সম্পন্ন হয়েছে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। ফয়সালের খুনের প্রতিবাদে জেলাজুড়ে লোকজনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইয়াবা ব্যবসায়ীদের হাতে একজন সম্ভাবনাময় ছেলের জীবন প্রদীপ নিভে যাওয়া সবার ক্ষুব্ধ হয়ে উঠেছে।