শাহেদ মিজান , সিবিএন :
কক্সবাজারে মো: ফয়সাল (২১) নামের এক ইউনিভার্সিটি ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন অংশে একাধিক কোপানোর আঘাত রয়েছে । নিহত ফায়সাল পিএমখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলমের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে উক্ত ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয়। রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।