আহসান উল্লাহ অভি, উখিয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকা চলন্ত ট্রাকে হৃদযন্ত্র বন্ধ হয়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল শনিবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ড্রাইভার হচ্ছে- টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়ন বড় ডেইল পাড়া গ্রামের আবু তাহের এর ছেলে রশিদ আহাম্মদ প্রকাশ বলি রশিদ ড্রাইভার (৫০)।
নিহতের ছেলে হাফেজ মোঃ ইয়াছের জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শামশুল আলম এর মালিকানাধীন মহিষ নিয়ে তার পিতা ড্রাইভার রশিদ আহমদ টেকনাফ থেকে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬৯৯৭) চালিয়ে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে আসার পথে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক নামক এলাকায় আকস্মিক হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ইতিপূর্বেও কয়েক বার স্ট্রোক করেছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই ছোটন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।