শাহীনশাহ, টেকনাফ:
সেন্টমার্টিনের দুই নাটিক্যাল মাইল পূর্বে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মায়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা বহনের দায়ে একটি ট্রলার জব্দ করা হয়। ধৃতরা হচ্ছে মায়ানমারের আইক্যাপ এলাকার মৃত বদিউর রহমানের ছেলে আব্দুল মুনাফ (৫৫), মৃত তরিরুল্লাহ’র ছেলে মোঃ ইসমাইল (৫৮), মৃত আলী হোসেনের ছেলে মো: হোসেন (৩৫), মৃত আব্দুল মজিদদের ছেলে মোঃ দুদু মিয়া (৬০), মৃত বশর আলীর ছেলে মোঃ আমির (৪৫), এবং মৃত মোঃ শফিকের ছেলে মোঃ নুরু হোসেন (৫০),
জানা গেছে, ১৫ এপ্রিল কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান সেন্টমাটিন্স কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে লেঃ এম মহিউদ্দিনের নেতৃত্বে আট সদস্যদের একটি দল ওই অভিযান পরিচালনা করে পাচারকারীসহ ওইসব ইয়াবা উদ্ধার করে। কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।