এম.জুবাইদ, পেকুয়া
রাত পোহালেই পেকুয়া উপজেলার ২ ইউনিয়নে ২ ইউপি সদস্যের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৬ এপ্রিল। নির্বাচন অফিসসূত্রে জানায় সকাল ৮ থেকে বিকাল ৪ টায় পর্যন্ত ভোট গ্রহন চলবে। ভোট গ্রহণের জন্য দুই ইউনিয়নে ২ জন সদস্যর উপ নির্বাচনে ৩টি করে বুথের জন্য ১ জন করে প্রিজাইডিং অফিসার, ৩ জন করে সহ প্রিজাইডিং অফিসার, ৬ জন করে পোলিং অফিসারসহ পুলিশ ও আনসার বাহির্নী নিয়োগ করে স্ব স্ব ইউনিয়নে পাঠানো হয়েছে। সুষ্ঠ ভোট গ্রহন সম্পন্ন করতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রষ্ট, এক জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রষ্ট ভোট কেন্দ্রে দায়িত্বপালন করবেন বলে জানা গেছে। সেই সাথে র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এমনকি পুলিশের মোবাইল টিমও রাখা হয়েছে। এদিকে টইটং ইউপির ৬ নং ওয়ার্ড সদস্যর উপ নির্বাচন স্থগিত করেছে হাইকোট। তথ্য নিয়ে জানাযায় গত নির্বাচনে টইটং ৬ নং ওয়ার্ডে শাহাদত হোছাইন নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন মামলার কারণে শপথ গ্রহন করতে না পারায় কুচক্রিমহলের দেনদরবারের ফলে ওই ওয়ার্ডে তার সদস্যপদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে শাহাদত হোছাইন বাদী হয়ে প্রধান নির্বাচন কমিশনার, ডেপুটি সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, কক্সবাজার নির্বাচন অফিসার, পেকুয়া নির্বাচন অফিসারসহ ৮ জন কে বিবাদী করে হাইকোটের বিচারপতি দস্তখীরের বেঞ্চে রীট পিটিশন দায়ের করে। এ প্রেক্ষিতে বিচারপতি রীট আমলে নিয়ে টইটং ইউপির ৬ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শাহাদত হোছাইনকে কেন শপথ গ্রহন করানো হয়নি এবং কেন উক্ত পদ শূন্য ঘোষনা করা হল তা রুল জারি করে ওই ওয়ার্ডের উপ নির্বাচন স্থগিত করার নিদের্শ দেন। ইতি মধ্যে টইটং ইউপির ৬ নং ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত করার জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা বরাবর বার্তা পাঠানো হয়েছে। গত ২১ মার্চ প্রার্থীদের প্রার্থীতা বাছাই নির্বাচন তফসীল অনুয়ায়ী ২৯ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়। উল্লেখ যে গত ইউপি নির্বাচনে বিজয়ী টইটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসাইন নিদিষ্ট সময়ের মধ্যে শপথ না নেওয়ার কারনে তার সদস্যপদ বাতিল করে সংশিষ্ট দপ্তর। অপরদিকে উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুকের অকাল মৃত্যুতে তার ওই ওয়ার্ডের মেম্বারের পদটি শূন্য হয়ে যায়। গত ৩১ মার্চ ২০১৬ তারিখে পেকুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের নির্বাচন সুষ্ট ভাবে অনুষ্টিত হয়। টইটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন সাবেক এমইউপি মোহাম্মদ শাহাদাত হোসাইন, ফয়সাল আকবর, মোহাম্মদ আনিছ। অপর দিকে উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন জয়নাল আবদীন, আমির উদ্দিন, শেখ আহমদ, দেলোয়ার হোসাইন মানিক। উজানটিয়া ৮ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮০৭। শেষ পর্যন্ত কে হাসবে বা ওয়ার্ডের অভিভাবক কে হচ্ছেন সেটি দেখার অপেক্ষায়। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে আমরা মূল্যায়ন করব তবে অনেকদিন ধরে আমরা জনপ্রতিনিধি ছাড়া ছিলাম। এখন যারা প্রার্থী হয়েছে তারা ওই দুরদিনে কোথায় ছিল আমাদের পাশে তো আসেনি। ওমর ফারুক মারা যাওয়ার অনেক দিন পর হয়ে গেলেও কোন দিন আজকের যারা প্রার্থী হয়েছে তাদের তো দেখা মেলেনি তাদের কাছ থেকে পায়নি সাহায্য। আমরা এমন একজন ব্যক্তিকে বেচে নিব যে সব সময় আমাদের পাশে থাকে।
এ ব্যাপারে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এ.এইচ.এম মনিরুজ্জামান রব্বানী জানান, টইটং ইউপির ৬ নং ওয়ার্ডের এক প্রার্থী হাইকোটে রীট পিটিশন করায় টইটং ইউপির ওই ওয়ার্ডের উপ নির্বাচন স্থগিত করা হয়েছে এবং উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভোট গ্রহনের জন্য প্রয়োজনী প্রস্তুতি নিয়ে দায়িত্বপ্রাপ্তরা কেন্দ্র অবস্থান নিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।