মো. নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পহেলা বৈশাখে নৌকা দিয়ে নদীতে ভ্রমন করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন চট্টগ্রাম শহরের এক ব্যবসায়ী। তার নাম মো. আব্দুল আওয়াল (৩৫)। গত ১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার পুরানগড় ইউনিয়নের লতাবুনিয়া এলাকায় শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে। আওয়াল চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার ঘাট ফরহাদ বেগ এলাকার আলহাজ্ব মো. ইকবালের ছেলে।

জানা যায়, পহেলা বৈশাখের দিন পরিবার নিয়ে আওয়াল চন্দনাইশের দোহাজারী তার আত্মীয় সুমনের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে সুমনের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিকাল ৩টার দিকে দোহাজারী ব্রীজের নিচ থেকে একটি নৌকা নিয়ে শঙ্খ নদীতে ভ্রমন করতে যান বান্দরবানের দিকে। সন্ধ্যা ৬টার দিকে নৌকা নিয়ে ফেরার পথে উপজেলার লতাবুনিয়া এলাকায় পৌঁছলে হঠাৎ নৌকা থেকে আওয়াল নদীতে পড়ে যায়। রাতভর নদীতে পড়ে যাওয়া স্থানে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজে পায়নি।
আওয়ালের চাচা তুহিন জানান, সে তার বাবার ল্যান্ড ও বিভিন্ন ব্যবসা দেখাশুনা করত। শহর থেকে আত্মীয় স্বজন নিয়ে সাতকানিয়ার শঙ্খ নদীতে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যান। বুট থেকে পড়ে যাওয়ার আগে সে তার এক বন্ধুর সাথে মেয়ে আরেশাকে নিয়ে সেল্ফী তুলেন। শনিবার সকালে সাতকানিয়া রাস্তার মাথা ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল শঙ্খ নদীতে তল্লাশী করে দুপুর ২টায় আওয়ালের লাশ উদ্ধার করে। আওয়াল ২ কন্যা সন্তানের জনক।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিচ বলেন, নদীতে ভ্রমন করতে গিয়ে নৌকা থেকে আওয়াল নামের এক ব্যক্তি পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা গত রাত থেকে নদীর বিভিন্ন স্থানে তল্লাশী করে আসছি।
শনিবার চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী এসে নদীতে তল্লাশী করার এক পর্যায়ে দুপুর ২টায় মৃত অবস্থায় আওয়ালের লাশ উদ্ধার করা হয়।