কুতুবদিয়া সংবাদদাতা :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন গত ৪ এপ্রিল ফার্মেসী বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় (অন্ধ্র প্রদেশ) হতে ব্যাচেলর অব ফার্মেসী ডিগ্রী লাভ করেন এবং হায়দ্রাবাদে অবস্থিত নেটকো ফার্মা লিমিটেড এ R&D (ফরমুলেশন) বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে R&D (ফরমুলেশন), প্রোডাকশন, QC এবং QA বিভাগে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের USTC থেকে এম.ফার্ম ডিগ্রী অর্জন করে USTC ফার্মেসী বিভাগে প্রায় পাঁচ বছর শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। ২০১৩ সালের ১লা জুলাই সহকারী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তাঁর ২৫ টির ও বেশী প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অন্তর্গত বড়ঘোপ ইউনিয়নের মনোহর খালী গ্রামে তাঁর জন্ম। তিনি প্রবীন রাজনীতিবিদ, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ চৌধুরী এবং দিলুয়ারা বেগমের সুযোগ্য সন্তান।