সংবাদদাতা:
কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উদ্যোগে বিশাল সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩এপ্রিল) সকাল ১১টায় বিয়াম স্কুল মিলনায়তনে এই সভা হয়।
বাংলাদেশ রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করনের সময় বিশেষ ভূমিকা রাখায় যুগ্ন সচিব মোহাম্মদ আবুল কালাম(এনডিসি)কে এই সংবর্ধনা দেয় হয়। তিনি শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার ও দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রান মন্ত্রানালয় ্ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্ঠা হিসাবে দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকরা হচ্ছে দেশ গড়ার কারিগর। মাতাপিতার পরেই শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের বিশেষ দায়িত্ব নিতে হবে। একজন ভাল ছাত্র তৈরী করতে প্রাথমিক শিক্ষককে অবশ্যই শ্রেনী কক্ষের আগে থেকে বই মুখস্থ করে নিয়েই পাঠদান করতে হবে।
সভায় সংগঠনের আহবায়ক জাফর আলম এর সভাপতিত্বে সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির জেলা যুগ্ন আহবায়ক, উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি সাইফুল্লাহ মকবুলহোসেন (যুগ্ন সচিব) ডাইরেক্টর মনিটরিং – ১- বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষ পরিবীক্ষণ ইউনিট, মনছুর আলী মহাসচিব বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, বিশেষ অতিথি নির্বাহী ম্যাজিট্রেট সাইফুল ইসলাম জয়, শহীদুল আজম ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কক্সবাজার,এস এম গোলাম খালেক সিনিয়র যুগ্ন মহা সচিব কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, শাহনাজ পারভিন সাংগঠনিক সম্পাদক কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, মন্জু আরা বেগম মহিলা সম্পাদিকা কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, বাবু উচিং মং মারমা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, নকিবুল হাছান দপ্তর সম্পাদক কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, আব্দুর রহমান সদস্য কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, সুবল চন্দ্র দাশ সদস্য কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, মোঃ শহীদুল্লাহ সদস্য কক্সবাজারে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, মোঃ শামশুল আলম সিনিয়ির সহসভাপতি চট্টগ্রাম জেলা, আব্দুল ওয়াদুদযুগ্ন আহবায়ক কক্সবাজার জেলা , নরুল আলম সহ যুগ্ন আহবায়ক, জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক কক্সবাজার । এসময় উপস্থিত শিক্ষকরা প্রধান অতিথির কাছে তাদের বিভিন্ন দাবী পেশ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।