শামসুল আলম শারেক, টেকনাফ:

টেকনাফে ইয়বাসহ দুই দোকন কর্মচারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক হ্নীলার ইয়াবার নামে খ্যাত কালু হাজীর পুত্র কামাল হোসন এবং তার সহোদররা পালিয়ে গেছেন বলে জানাগেছে।

জানা যায়, ১২ এপ্রিল বুধবার ভোর ৬টার দিকে জেলা গোয়ান্দো পুলিশের উপ পুলিশ পরিদর্শক ফারুকে নেতৃত্বে পুলিশ উপজেলার হ্নীলা বাস ষ্টেশনের নছীম মার্কেটস্থ কালু হাজ¦ীর পুত্র কামালের টেলিকমের দোকানে অভিযান চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা বড়িসহ দুই দোকান কর্মচারীকে হাতে নাতে আটক করেছেন।

আটককৃতরা হলেন, হ্নীলা আলী আকবরপাড়া এলাকার নুরুল কবিরের পুত্র সোনা মিয়া প্রকাশ নুরুন্নবী(২০) ও একই ইউনিয়নের হোয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার পুত্র ইসমাঈল(২৮)। পরে ইয়াবাসহ আটক কর্মচারীদের স্বীকারোক্তি মতে এঘটনায় দোকান মালিক হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার কালা মিয়া ওরফে কালু হাজ¦ীর পুত্র কামাল হোসন(৩৮) কে পলাতক আসামী করে ধৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিম সিকদারপাড়ার কালু হাজ¦ীর পরিবারটি এখন ইয়াবা পরিবার নামে পরিচিত। এই পরিবারের আনোয়ার হোসন, নুর হোসেন, কামাল হোসেন, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ পরিবারের নারী-পুরুষ সকলে ভয়াবহ ইয়াবা বাণিজ্যের সাথে সম্পৃক্ত।

প্রশাসনিক নজরদারীর মাঝেও প্রকাশ্যে ইয়াবা লেনদেনের ঘটনা মাদক ব্যবসায়ীদের দু:সাহিকতার পরিচয় দেওয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপরাপর ইয়াবা ব্যবসায়ীদের যে কোন কিছুর বিনিময়ে আইনের আওতায় আনার জন্য এলাকার সুশীল সমাজ দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।