ওমানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির রাজধানী মাসকাটের সালালায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে।
নিহতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫) এবং উপজেলার পার্শ্ববর্তী চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে জসিম উদ্দিন (২৮)।
নিহত মাসুদ ও জুয়েলের দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুল হক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।