কক্সবাজার সদর মডেল থানার সেরা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক মোঃ তারেক। এই কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মঙ্গলবার এএসআই মোঃ তারেককে ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। বিশেষ করে ফেব্রুয়ারী মাসে ওয়ারেন্ট তামিল করার কারণে তাকে সেরা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য-মোঃ তারেক কক্সবাজার সদর মডেল থানায় এএসআই তারেক যোগদান করার পর থেকে ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অপরাধীদের আটক, অস্ত্র, মাদক উদ্ধারসহ অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ইতোপূর্বেও মডেল থানার পক্ষ থেকে এএসআই তারেককে পুরস্কৃত করা হয়।