সংবাদদাতা
কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস আইডিয়াল পাবলিক স্কুলে দুই দফায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল নগদ টাকা ও স্কুলের সরঞ্জামসহ অন্তত এক লাখ টাকার মালামাল নিয়ে যায়। গত ৭ এপ্রিল দিবাগত রাত ৩ টার দিকে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্কুলের পরিচালক এডভোকেট জসিম উদ্দিন জানান, সংঘবদ্ধ চোরচক্র গত ৭ এপ্রিল স্কুলের তালা ও দরজা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা ও মাসিক ফি বাবদ আদায়কৃত ৬৫ হাজার ২০০ টাকা ও ৮ টি চেয়ার লুট করেছে। এমনকি স্কুলের মোটর/বোম মোটর ও নির্মাণ সামগ্রীও চুরি করে নিয়ে যায়। এতে স্কুলের অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২৯ মার্চ রাতেও আরেকবার চুরির ঘটনা ঘটে। নব প্রতিষ্ঠিত একটি স্কুলে হঠাৎ চুরির ঘটনায় স্কুলের পরিচালক ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা চুরির ঘটনায় জড়িতদের দ্রুত বের করার দাবী জানান। ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. খাইরুজ্জামান ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এদিকে নতুন অফিস আইডিয়াল পাবলিক স্কুলে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নতুন অফিসপাড়ার বাসিন্দা দৈনিক রূপালী সৈকতের বার্তা প্রধান ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর। তিনি চুরির ঘটনাটি তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অন্যথায় শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান উদ্যোক্তারা উৎসাহহারা হয়ে যাবে বলে আশঙ্কা করছেন।
নতুন অফিস আইডিয়াল পাবলিক স্কুলে দুর্ধর্ষ চুরি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
