প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম থেকে প্রকাশিত সনাতনী কৃষ্টি ও ঐতিহ্যের স্মারক “মাসিক জ্যোতির্ময়” পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে কক্সবাজারে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাক্ষ মন্দির প্রাঙ্গনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এসময় তিনি সনাতনী সম্প্রদায়ের সকল কৃষ্টি ও ঐতিহ্য রক্ষায় এবং সনাতনী সমাজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ গীতা শিক্ষক হরি সাধন পাল, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, মাসিক জ্যোতির্ময় পত্রিকার কক্সবাজার প্রতিনিধি জ্যোতি মল্লিক বাবু প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।