সিবিএন:

কক্সবাজার পৌর আওয়ামীলীগের ৭ নাম্বার ওয়ার্ডের সাধারন সম্পাদক সেলিম ওয়াজেদের বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার রাতে শহরের রুমালিয়ারছড়ার বাসভবনে হামলা চালিয়ে গুলিবর্ষন করে বাড়ির মহিলাদের জিম্মি করে লুটপাট চালিয়েছে সন্ত্রসীরা। এই ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আওয়ামীলীগ নেতার বাসায় হামলার প্রতিবাদে ও সন্ত্রসীদের গ্রেপ্তারের জন্য শহরে মিছিল ও মানববন্ধন করেছে পৌর আওয়ামীলীগ। পৌর আওয়ামীলীগ নেতা সেলিম ওয়াজেদ জানিয়েছেন, সোমবার রাতে সন্ত্রসী রশিদ ড্রাইভার মদ্যপান করে মাতলামী করছিলো। এই সময় স্থানিয়রা রশিদ ড্রাইভারকে মদ্যপান থেকে বিরত থাকার অনুরোধ করলে সে উত্তক্ত হয়ে এলোপাতাড়ি লোকজনকে মারধর করতে থাকে। পরে রশিদ ড্রাইভার ও তার ছেলে শীর্ষ সন্ত্রসী আবছারের নেতৃত্বে ১৫-২০ জন সস্বস্ত্র সন্ত্রসী তার বাড়িতে ডুকে এলোপাতাড়ি গুলি শুরুকরে। এই সময় সন্ত্রসীরা বাড়ির মহিলাদের জিম্মি করে ঘরের সব আসবাব পত্র কুপিয়ে নষ্ট করে।

সন্ত্রসীরা বাড়ির মূল্যবান আসবাবপত্র লুটকরে নিয়ে যায়। এই ঘটনায় সেলিম ওয়াজেদ বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রসীরা সেলিম ওয়াজেদের বাসায় হামলা চালিয়ে যাওয়ার সময় আশুর ঘোনার নুরুল ইসলামের বাড়িতে ডাকাতি করে। নুরুল ইসলাম জানিয়েছেন, ডাকাত দল তাদের অস্ত্রের মুখে বাড়ির সবাইকে হাতপা বেধে ফেলে। এই সময় বাধা দিলে ডাকাত দল তাকে ও তার স্ত্রীকে বধড়ক প্রহারকরে ঘরের ৩ লক্ষটাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। কক্সবাজারে সদর থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানিয়েছেন, আওয়ামীলীগ নেতা সেলিম ও নুরুল ইসলামের বাসায় হামলা ও ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ধ্রুত ঘটনাস্থলে পৌছে। এই সময় এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি সন্ত্রসীদের ধরতে অভিযান অব্যহত আছে।