বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলার সদর, উখিয়া ও রামু উপজেলার ২১ ইউনিয়নসহ দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের জন্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কক্সবাজার জেলায় যেসব ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো সদর উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী, খুরুশকুল, পিএমখালি, ভারুয়াখালী ইউনিয়ন, রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, জোয়ারিনালা, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়া পালং, রশিদ নগর, কাউয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া, ঈদগড় ইউনিয়ন এবং উখিয়া উপজেলার রাজাপালং, রত্মাপালং, হলদিয়াপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়ন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তির ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহের তৃতীয় ধাপের ইউপি ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। উল্লেখ্য, এ পর্যন্ত প্রথম ধাপে দুই কিস্তিতে দেশের ৩৬৪টি ইউপিতে ভোট হয়েছে। এক ধাপে ভোট অনুষ্ঠানে তফসিল ঘোষণা হলেও করোনার কারণে দুই দফায় তা সম্পন্ন হয়। ২০ জুন ২০৪টি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।