শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার সদরের পিএমখালীতে সাত বছরের এক কন্যা শিশুকে ১০দিন ধরে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাকে আটক করেছেন।

অভিযুক্ত শিক্ষক পিএমখালীর উত্তর পরানিয়া পাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক কাঁঠালিয়ামুরা এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র।
ধর্ষণের শিকার শিশু মা জানিয়েছেন, তার কন্যা পড়তে গেলে শিক্ষক নাসির উদ্দীন তার কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। ১০দিন ধরে ধর্ষণ করেছে বলে মেয়ের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

ধর্ষণের ঘটনা জানাজানি করায় ধর্ষণের অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীন ও তার স্বজনেরা ধর্ষণের শিকার শিশুর বাবা ও চাচার উপর হামলা করেছে।
ভক্সপপ:
শিক্ষক কর্তৃক অবুঝ শিশুকে ধর্ষণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মাদ্রাসা শিক্ষকের এমন জঘন্য ঘটনা মানতে পারছেন না এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের মামলা হয়েছে।