প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব জোয়ারিয়ানালা নিবাসী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমানের পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, এডভোকেট মোহাম্মদ আবু হুরাইরা ২৯ সেপ্টেম্বর সকাল ৬.৪০ ঘটিকার সময় মস্তিস্কে রক্ত ক্ষরণজনিত কারনে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
২৯ সেপ্টেম্বর বাদ আসর রামু উপজেলার জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এডভোকেট মোহাম্মদ আবু হুরাইরা এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।