আলমগীর মানিক,রাঙামাটি:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী আক্তারকে ৩৪ লিটার চোলাই মদ সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে শহরের রিজার্ভ বাজার চেঙ্গীমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ লিটার চোলাই মদ সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা।
এসময় অভিযানে উপপরিদর্শক কাওসার,সহকারী উপপরিদর্শক মুরাদ,রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।
তিনি জানিয়েছেন,বেবী আক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী বেবী আক্তার এলাকায় মাদকব্যবসা পরিচালনা করে আসছে।তাকে আটকের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।