সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এড. মোঃ খালেকুজ্জামানের ২০ ৫ম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় এডভোকেট খালেকুজ্জামানের মাতার নামে প্রতিষ্ঠিত রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ আলমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন রশিদ নগর ইউনিয়ন এর সাবেক মেম্বার সিরাজুল ইসলাম।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম এড. খালেকুজ্জামান অমর হয়ে আছেন, রামু-কক্সবাজার এর মানুষের হৃদয়ে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সমাজসেবক জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিরছড়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মুজিবুর রহমান, রশীদনগর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা মুসলেহ উদ্দীন চৌধুরী, রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান চৌধুরী
রত্নগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন ও কাজী সাইফুদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, শিক্ষক আবুবকর ছিদ্দিক, জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলম সোরাইয়া ফাহরিন এলি প্রমুখ।
এছাড়াও ঈদগাঁও রশীদ আহমদ (সাবেক ফরিদ আহমদ) কলেজ মসজিদসহ বিভিন্ন মসজিদে মরহুম এড. খালেকুজ্জামান এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে জনপ্রিয় সাবেক এমপি এড. খালেকুজ্জামান এর স্মরণে প্রতিবারের মত ২০তম শাহাদত বার্ষিকীতেও কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র গুলো প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ।