মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মহেশখালীর মাতারবাড়ী পৌঁছেছেন। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে বিজিবি’র একটি বিশেষ হেলিকপ্টার যোগে ২ দিনের সফরে মাতারবাড়ী পৌঁছালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম প্রমুখ তাঁকে স্বাগত জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সফরসঙ্গী হিসাবে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন প্রমুখ সাথে রয়েছেন।
মন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার শহরে পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রী আসাদুজ্জামান খান ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে যাবেন। সেখানে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশ নেবেন। একইদিন বিকেল ৪ টায় মন্ত্রী ভাসানচর ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।