প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী উপজেলা কেয়ার বাংলাদেশ এর জিবিভি প্রকল্প এর সহযোগীতায় নারী ও শিশু নির্যাতন কমিটি সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর কেয়ার বাংলাদেশ বিভিন্ন প্রকল্প সহযোগিতায় উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।
প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর জিবিভি প্রকল্প প্রতিনিধি মি: রেজাউন আহমেদ।
সভায় বক্তারা বলেন কেয়ার বাংলাদেশ এর জিবিভি প্রকল্প মাধ্যমে আনেক সহিংসভা হ্রাস পথে মহেশখালী উপজেলার।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, কেয়ার বাংলাদেশের যে জিবিভি সভা হট লাইন নম্বর রয়েছে সেই নম্বর এবং ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধে কমিটি আরও গতিশীল করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা নারী ও নির্যাতন কমিটি, ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং কেয়ার বাংলাদেশ এর জীবন দক্ষতার প্রশিক্ষণ নারী ও কিশোরী ও উইমেন লিড কমিউিনিটি সেন্টার–নারী ও কিশোরীদের ব্যাপক ভুমিকা রাখেছে।
থানা অফিসার ইনচার্জ মি: মো: আব্দুল হাই বলেন, নারী সহিংসতা সমস্যার কেস গুলো কেয়ার বাংলাদেশ এর মাধ্যমে আমাদের নিকট রেফার করা হয় তা আমরা সর্বদিক থেকে সহযোগিতা করে থাকি। নারী সহিংসতা বন্ধ করতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে।
মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি বলেন, কেয়ার বাংলাদেশ এর জিবিভি প্রকল্প এর কার্যক্রম খুবই প্রসংশনীয় যা আমাদের মহেশখালীতে নারী সহিংসতা হ্রাস করতে আমাদের সহায়তা করছে।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা তথ্য আপা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।