প্রেস বিজ্ঞপ্তি:
ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার সাইফ উদ্দিন এডভোকেটশীপ পরিক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। ২৫ সেপ্টেম্বর আইনজীবী হিসেবে সারাদেশে নতুন অন্তর্ভুক্ত ৫ হাজার ৯শত ৭২জনের মধ্যে তিনিও উত্তীর্ণ হন। তাঁর এই অর্জনে এলাকাবাসীসহ আত্বীয় স্বজনের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
এড. সাইফ উদ্দিন ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও চাঁন্দেরঘোনা কাটামোরা জামে মসজিদের খতিব মৌলানা সিরাজ উদ্দিনের ছেলে।
এদিকে ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকায় ১ম এডভোকেটশীপ অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান “আমাদের চাঁন্দেরঘোনা” গ্রুপের সদস্যরা।