শাহেদ হোছাইন মুবিন, উখিয়া :
নোয়াখালী জেলার ভাসানচর শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন।
শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ২০২১) বিকেলে উখিয়া কুতুপালং মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প নং ৩,ব্লক নংডি-৩,এফসিএন নং ১৯১৫২৯ এর ইসমাইল হোসেন (২২) পিতা-আমির হোসেন এর বসতঘর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আয়াত উল্যা (৪২) পিতা- দ্বীন মোহাম্মদ, , ঠিকানা-ব্লক নং ডি-৩,ক্যাম্প নং ৩, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার , ভাসানচরের ঠিকানা -ক্লাস্টার নং ৫৪, ঘর নং কে-১৪,সাব মাঝি মোস্তাক,হেডমাঝি -ঐ,তার স্ত্রী মিনারা বেগম (৩৭) মেয়ে দিল খায়াজ (১৬), ইমতিয়াজ বিবি (৯), আরফা (৩), আয়েশা ছিদ্দিকা (৪ মাস), জিয়াবত উল্যা(১৪), দ্বীন মোহাম্মদ(২৬),পিতা-ছৈয়দুল আহম্মদ,তার স্ত্রী সামছুন নাহার, মেয়ে মোকারমা (৪) , রোকিয়া বিবি (২)।
বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ এপিবিএন অধিনায়ক এসপি নাঈমুল হক জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, ভাসানচর হতে ১১ জন রোহিঙ্গা পালিয়ে এসে তাদের পিতা ও ভাগিনার ঘরে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রাপ্ত হইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভাসানচর হতে পলাতক ১১ রোহিঙ্গাদেরকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্হা গ্রহনের জন্য ক্যাম্প -৩ সিআইসি অফিসে প্রেরন করা হয়েছে।