বলরাম দাশ অনুপম :
রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশে পরিণত হতে যাচ্ছে ।
মন্ত্রী বুধবার দোহাজারী – কক্সবাজার হয়ে রামু- গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন।

মন্ত্রী বলেন,২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে ২০২৩ সালের জুনের আগে কাজ শেষ করা হবে। ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধন করবেন বলে আশা করা যায়।
এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমান,পদস্থ সরকারি ও রেলওয়ে কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে নির্মাণাধীন রামু রোড অন্ডারপাস এবং ঈদগাঁহ রাবার ড্যাম সংলগ্ন ১৫৫ নং ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।