জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে কাগজ পত্র বিহীন টমটম, অটোরিকশা ও মটর সাইকেল চালানোর দায়ে অর্থ দন্ত সহ জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার সময় বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাগজ পত্র সঠিক না থাকা ও অল্প বয়সে গাড়ি চালানোর দায়ে ৭ টি টমটম ও ২ টি মটর সাইকেল চালককে ৫০০ টাকা করে সর্বমোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সাংবাদিকদের বলেন এই অভিযান ছিল মুলত সকলকে সতর্ক করা। আগামীতে সকল যেন কাগজ পত্র নিয়ে গাড়ি চালায় এবং অপ্রাপ্ত বয়স্ক শিশুরা যেন গাড়ি না চালায় এবিষয়ে সতর্ক করা।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৭ টমটম ও ২ মটর সাইকেলকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
