বলরাম দাশ অনুপম:
নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কক্সবাজারেও উদ্যাপিত হয়েছে যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৪তম শুভ আবির্ভাব মহোৎসব। এ উপলক্ষে বুধবার দিনব্যাপি শহরের শহরের গোলদিঘীর পাড়স্থ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিচারণ ও বিশেষ প্রার্থনা, শ্রীশ্রীঠাকুরের সৎনামে দীক্ষা গ্রহণ, ইষ্টপূজা ও অর্ঘ্যাঞ্জলী নিবেদন, সান্ধ্যাকালীন সমবেত বিনতী প্রার্থনা ও বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনা এবং ইষ্ঠ আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইষ্ট আলোচনায় প্রধান আলোচক ছিলেন জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরোহিত সহ-প্রতি-ঋত্বিক বিশ্বনাথ বন্দোপ্যাথায়। বিশেষ আলোচক ছিলেন সহকারী পুরোহিত সহ-প্রতি-ঋত্বিক প্রিয়তোষ কান্তি দে ও সহ-প্রতি-ঋত্বিক নয়ন চৌধুরী। আলোচনা করেন জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, সুবল চন্দ্র দে, প্রভাষক নির্মল কান্তি দে, পরীক্ষিত দাশ প্রমুখ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শঙ্গ, বন্দে পুরুষোত্তম ধ্বনি ও উলুধ্বনিতে ১৩৪টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুই দিনব্যাপি এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়।