মাহাবুবুর রহমান:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালসিস সেবা চালু করার দাবিতে মানববন্ধন করেছে কিডনি রোগিরা।
১৪ সেপ্টেম্বর সকালে কক্সবাজার পৌরসভার চত্ত্বরে মাববন্ধনে রোগীরা বলেন, কক্সবাজার জেলা সদর হাপাতালে এখন ভাল মানের সব সেবা রয়েছে। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় মাসে কক্সবাজার থেকে অন্তত ১০০ জন রোগিকে ঢাকা চট্টগ্রামে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে বিপুল টাকা খরচ করতে গিয়ে অনেকে ভিটেবাড়ি হারা হয়ে গেছে। অনেকে ভিক্ষা করার অবস্থায় চলে এসেছে। তাই দ্রুত কক্সবাজার হাসপাতালে এই সেবা চালু করা গেলে মানুষের অনেক আর্থিক এবং শারীরিক ক্ষতি থেকে মানুষ রেহায় পেত।
মানববন্ধন সভায় কিডনি রোগির পক্ষে ঈদগাও ইসলামাবাদ এলাকার হাফেজ ওসমান গনি, রফিকুল ইসলাম, খুরুশকুল এলাকার আবদুর রহিম বক্তব্য রাখেন।
এতে প্রায় ২০ জন কিডনি রোগি অংশ গ্রহন করে।
উপস্থিত সাধারণ মানুষরাও এই দাবিকে সমর্থন জানিয়েছে।
দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলার রাজ বিহারী দাশ।
তিনি বলেন, দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে কিডনি রোগিদের চিকিৎসা সহ ডায়ালাইসিস করার ব্যবস্থা নেওয়া দরকার।
সদর হাসপাতালে কিডনি ডায়ালসিস সেবা চালু করার দাবি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।