ইমাম খাইর, সিবিএনঃ
আগামী ১২-১৪ সৈকতের বেলাভূমিতে অনুষ্ঠিত হচ্ছে বীচ মহিলা ফুটবল টুর্নামেন্ট।

ডিভাইন পয়েন্টে খেলায় ৯ উপজেলা থেকে ৪টি টিম অংশ গ্রহণ করবে। প্রতি টিমে থাকবে ৭ জন খেলোয়াড়।

এ উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অনুপ বড়ুয়া অপু, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ফুটবল সম্পাদক হারুনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন বীচ মহিলা ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসন মোঃ জাহিদ ইকবাল।

তিনি বলেন, দেশের তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ওয়ালটন গ্রুপের আয়োজন প্রশংসার দাবিদার। তাদের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন শক্তিশালী হচ্ছে।

এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ইনানী, হিমছড়ি, বাঁকখালী ও মাতামুহুরি এই চার দলে বিভক্ত হয়ে খেলবে মহিলা ফুটবলাররা। আমরা চাই, দেশের ক্রীড়াঙ্গন আরো শক্তিশালী হোক। ওঠে আসুক নতুন নতুন খেলোয়াড়। এগিয়ে যাক দেশ।

১২ সেপ্টেম্বর সকাল ১০টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

বিশেষ অতিথি থাকবেন- ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, ট্যুরিস্ট পুলিশের এসপি মোঃ জিল্লুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, আবছার উদ্দিন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কক্সবাজার। আমরা যদি পর্যটন শিল্পের পাশাপাশি স্পোর্টস ট্যুরিজমের ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে সারা বিশ্বে কক্সবাজারের পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। ওয়ালটন বীচ মহিলা ফুটবল টুর্নামেন্ট এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।