এম.জিয়াবুল হক,চকরিয়া:

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. আলমগীর চৌধুরী তথা নৌকার মার্কার সমর্থনে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্স বঙ্গবন্ধু কর্ণার মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম। সভার শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দির্কনির্দেশনামুলক প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

এরপরে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বর্ধিত সভায়। এতে অতিথির বক্তব্য রাখেন নৌকা মার্কার মেয়র প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আমান উল্লাহ আমান, নুরুল আমিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, ফরিদুল ইসলাম, মুজিবুর রহমান লিটন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাইনউদ্দিন রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জমির উদ্দিন বাবলু, পৌরসভা আওয়ামীলীগের সদস্য মিফতাব উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির, আবু তাহের মেম্বার, সাহাব উদ্দিন টিংকু, ফজল কাদের, নুরুল আমিন টিপু, তাজুল ইসলাম, সেকান্দর বাদশা নাগু সওদাগর, আবুল কালাম জনু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, সফুর আলম, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের কার্যকরি কমিটি, সকল ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি সম্পাদক এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরীর পক্ষে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ চকরিয়া পৌরসভার চলমান উন্নয়ন অগ্রগতির প্রয়োজনে নৌকার বিজয় নিশ্চিতে সবাই এক এবং অভিন্ন হয়ে কাজ করবে বলে ঘোষনা দেন এবং বিজয়ের ধারা অব্যাহত রেখে চকরিয়া পৌরসভার নৌকার বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।